প্রিন্ট এর তারিখঃ Apr 11, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 25, 2025 ইং
শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ, ১ ব্যক্তি আটক শ্যামনগরে

শেখ নাজমুল হাসান(শ্যামনগর প্রতিনিধি): সাতক্ষীরার শ্যামনগরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুজিবুর রহমান মোল্লা (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিলো গ্রামবাসী। আটককৃত মুজিবুর রহমান মোল্লা শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর (কদমতলা) গ্রামের আফতাপ উদ্দিন মোল্লার ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৫ মার্চ) শ্যামনগর উপজেলা সদরের একটি গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশুটি বাড়ির পাশে একটি পানির ফিল্টারে পানি আনার জন্য যায়। সেখানে মুজিবুর রহমান মোল্লা শিশুটিকে একা পেয়ে কাছে ডাকেন। পরে নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এসে মুজিবুর রহমানকে আটক করে গণপিটুনির পর তাকে পুলিশে সোপর্দ করে। পরে মুজিবুর রহমানকে থানায় নিয়ে যায় পুলিশ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি